একটি ভিত্তিহীন কাহিনী : ইবরাহীম আ. আগুনে নিক্ষিপ্ত হওয়ার সময় রবের কাছে প্রার্থনা
Esteem Corporation 19 December 2015 1938 Last Updated : 03:47 PM 19 December 2015
লোকমুখে প্রচলিত আছে, ইবরাহীম আলাইহিস সালামকে যখন আগুনে নিক্ষেপ করা হচ্ছিল, তখন জিবরীল আলাইহিস সালাম এসে বললেন, আপনাকে কি আমি কোনো সাহায্য করতে পারি? তিনি বললেন, আপনার কাছে আমার কোনো সাহায্যের প্রয়োজন নেই। তখন জিবরীল আলাইহিস সালাম বললেন, তাহলে আপনি আপনার রবের কাছে প্রার্থনা করুন। তখন ইবরাহীম আলাইহিস সালাম বললেন, যিনি আমার অবস্থা জানেন তাঁর কাছে আমার প্রার্থনা করার প্রয়োজন নেই। তাঁর জানাটাই আমার জন্য যথেষ্ট।
এটি একটি ভিত্তিহীন কাহিনী। ইবনে তাইমিয়া রাহ. বলেন, এর নির্ভরযোগ্য কোনো সনদ নেই। এটি একটি ভিত্তিহীন কথা। বরং ইবনে আব্বাস রা. থেকে সহীহ বর্ণনায় (সহীহ বুখারী, হাদীস ৪৫৬৪) এসেছে, ইবরাহীম আলাইহিস সালাম এই দুআ করেছিলেন-
حَسْبِيَ اللَّهُ وَنِعْمَ الْوَكِيلُ
-মাজমূউল ফাতাওয়া, ইবনে তাইমিয়া ১/১৮৩
http://www.alkawsar.com/article/1727
Last Updated : 03:47 PM 19 December 2015