Mission & Vision

জে এস আইডিয়াল স্কুল এর লক্ষ্য ও উদেশ্য

কাঙ্ক্ষিতমানের নৈতিক গুনাবলিসম্পন্ন আধুনিক ও যোগ্য মানুষ তৈরিই আমাদের লক্ষ্য। শিক্ষার্থীকে যোগ্যতাসম্পন্ন নাগরিক হিসেবে গড়ে তোলার সাথে সাথে একজন আলোকিত যুগোপযোগী মানুষ হিসেবে গড়ে তোলার মাধ্যমে উপযুক্ত মানব সম্পদ সৃষ্টির বাস্তবসম্মত  পরিকল্পনা আমরা গ্রহণ করেছি।