পিতামাতা শিশুর শ্রেষ্ঠ শিক্ষক।সার্বক্ষণিক সন্তানকে পর্যবেক্ষণে রাখা এবং স্কুলের সাথে যোগাযোগ রক্ষা করা অতীব গুরুত্বপূর্ণ।
বাবা/ মা তাদের শিক্ষা ও উন্নয়নের পর্যালোচনা করার পাশাপাশি পাঠ্যক্রমের সাথের ইন্ট্রাক্ট করার পরামর্শ দিবে।
পিতা/ মাতাকে সন্তানের সাথে বিশেষ অনুষ্ঠানে এবং পিতামাতার জন্য ব্যক্তিত্বের উন্নয়ন, বার্ষিক ক্রীড়া প্রদর্শনী, সম্মেলন এবং অন্যান্য প্রোগ্রামে যোগ দিতে আমন্ত্রণ জানানো হলে তাতে অংশগ্রহণ করে শিশুকে উৎসাহিত করবে।
সমাজের প্রচলিত খারাপ প্রভাব ও অনৈতিকতা এড়াতে তাদের সন্তানদের সাথে পারিবারিক বন্ধন বৃদ্ধি ও শিক্ষণ প্রক্রিয়ায় শক্তিশালী ভূমিকা রাখাই পিতা/মাতার ম মৌলিক দায়িত্ব।