Rules & Regulation

আবাসকি শিক্ষার্থীর জন্য নির্দেশনাবলী

  • ১. আবাসিকে ভর্তির পর কোনো কারনে আবাসিকের সিট বাতিল করতে চাইলে বা আবাসিক সুবিধা বাতিল করতে চাইলে অথবা শৃঙখলা ভঙ্গের কারনে স্কুল কর্তৃপক্ষ আবাসিকের সিট বাতিল করতে চাইলে পরবর্তী ২ (দুই) মাসের আবাসিক ফি পরিশোধ করতে হবে ।
  • ২. প্রতিষ্ঠান কর্তৃক নির্ধারিত সময়ের আগে ও পরে আবাসিকের বাহিরে যাওয়া যাবে না ।
  • ৩. আবাসিকে মোবাইলসহ যেকোন ইলেক্ট্রনিক্স ডিভাইস বহন ও ব্যবহার করা সম্পূর্নরুপে নিষিদ্ধ ।
  • ৪.পাঠ্যবই, ধর্মীয় বই, সাধারন জ্ঞানের বই ব্যতীত অন্য কোনো বই আবাসিকে রাখা যাবে না ।
  • ৫. নির্ধারিত সময়ের আগে বা পরে আবাসিকের মোবাইল সার্ভিস নেয়া যাবে না ।
  • ৬. প্রতি ইংরেজী মাসের ৭ (সাত) তারিখের মধ্যে আবাসিকের সমুদয় ফি পরিশোধ করতে হবে ।
  • ৭. আবাসিকের কোনো কিছু নষ্ট করা যাবে না । সম্পদ নষ্টের কোনো অভিযোগ ও সুনির্দিষ্ট প্রমান পাওয়া গেলে উপযুক্ত জরিমানা আদায়সহ আবাসিক থেকে বহিষ্কার করা হবে ।
  • ৮. নির্দিষ্ট অভিভাবক ব্যতিত অন্য কোনো ব্যক্তিকে ছাত্র/ছাত্রীদের সাথে সাক্ষাতের কোনো সুযোগ দেয়া হবে না ।
  • ৯. আবাসিকে নির্ধারিত সময়ের মধ্যে সকালের নাস্তা, দুপুরের খাবার ও রাতের খাবার খেতে হবে ।
  • ১০. কোনো ছাত্র/ছাত্রী অসুস্থতা অনুভব করলে দ্রুত আবাসিকে দায়িত্ব প্রাপ্ত শিক্ষককে জানাতে হবে ।
  • ১১. পরিবেশ বিগ্ন ঘটে এমন ধরনের হৈ চৈ বা কোনো ধরনের বিশৃঙখলার সৃষ্টি করা যাবে না ।
  • ১২. ছাত্র/ছাত্রী কেবল মাত্র সুনির্দিষ্ট অভিভাবক বা দায়িত্ব প্রাপ্ত শিক্ষকের অনুমতি নিয়ে আবাসিকের বাহিরে যেতে পারবে ।
  • ১৩. প্রতিষ্ঠানের দেয়াল, ক্লাসরুম, বাথরুম কিংবা দরজায় কোনো লেখা বা ছবি অঙ্কন সম্পূর্ন নিষেদ্ধ । এসব কর্মে জড়িত ছাত্র/ছাত্রীকে প্রতিষ্ঠান কর্তৃপক্ষ আর্থিক জরিমানা করলে কোনো প্রকার আপত্তি করা যাবে না ।
  • ১৪. পিতামাতা, ভাইবোন অথবা অনুমোদিত অভিভাবক ব্যতিত আবাসিক শিক্ষার্থীর জন্য অন্য কেউ খাবার সরবরাহ করতে পারবে না ।
  • ১৫. আবাসিকের কোনো শিক্ষার্থী তার সহপাঠি বা অন্য কোনো ছাত্র/ছাত্রীর সাথে বা আবাসিকের কোনো কর্মকর্তা কর্মচারীর সাথে বা দায়িত্বরত শিক্ষকগনের সাথে অশোভন আচরন করা থেকে বিরত থাকবে/করা যাবে না ।
  • ১৬. আবাসিকে আনা নিষিদ্ধ এমন কিছু পাওয়া গেলে ভেঙ্গে ফেলা বা পুড়িয়ে ফেলা হবে বা বাজেয়াপ্ত করা হবে এবং জরিমানা সহ যে কোনো ধরনের শাস্তির ব্যাবস্থা করা হবে।
  • ১৭. আবাসিকে কোনো ধরেেনর মূল্যবান জিনিস বা ২০০ (দুই শত) টাকার বেশি রাখা যাবে না । অন্যথায় হারিয়ে গেলে বা কোনো সমস্যার সৃষ্টি হলে কর্তৃপক্ষকে অভিযোগ জানালে তা গ্রহনযোগ্য হবে না বা আমলে নেয়া হবে না ।

 

 

আবাসিক কার্যক্রম পদ্ধতি

  • ১. বিষয়ভিত্তিক অতিরিক্ত আলাদা ক্লাস নেয়া ।
  • ২. প্রাথমিক স্তরের ছাত্রদের ক্ষেত্রে প্রতিদিনের ফলাফল স্ব স্ব ডায়েরিতে লিপিবদ্ধ করা । ফলশ্রুতিতে অভিভাবকবৃন্দ ছাত্র/ছাত্রীদের তুলনামুলক সাফল্য ও ব্যর্থতার মূল্যায়ন পর্যবেক্ষন করতে পারেন।
  • ৩. প্রতিদিন ৭ (সাত) টি করে সপ্তাহে ৬ (ছয়) দিন ক্লাসের ব্যবস্থা প্রদান ।
  • ৪. প্রতিটি মুসলমান ছাত্র/ছাত্রীদের নামায আদায় ও কোর-আন তিলাওয়াত তদারকি করা ।
  • ৫. হিন্দু ও অনান্য ধর্মা লম্ভীদের স্ব স্ব ধর্মীয় কার্যক্রম আদায় ও তদারকি করা।
  • ৬. সাপ্তাহিক পরীক্ষার ব্যাবস্থা করা ও ফলাফল প্রদান করা ।
  • ৭. শারীরিক অবস্থাসহ হাত-পায়ের নখ, মাথার চুল , পোষাক পরিচ্ছদ ইত্যাদি পর্যবেক্ষন ও শারীরিক শিক্ষা প্রদান ইত্যাদি ।